আশীর্ব্বাদ
আমাদের এই গ্রন্থমুদ্রণকার্য্যে যথেষ্ট ব্যয় ও পরিশ্রম করায় আমরা আমাদের শিষ্য কলিকাতা বালীগঞ্জনিবাসী শ্রীমান্ শশিভূষণবন্দ্যোপাধ্যায় ও শ্রীমান্ বিশ্বেশ্বরবন্দ্যোপাধ্যায় অবস্থিত ভ্রাতৃদ্বয়কে আন্তরিক আশীর্ব্বাদ করিতেছি, তাঁহারা যেন শ্রী শ্রী ৺নারায়ণ ঠাকরের কৃপায় সুখ ও স্বাচ্ছন্দ্য লাভ করেন। এই আশীর্ব্বাদ ভাটপাড়ার চৌবাড়ীর ঠাকুর শ্রীমান্ বনমালি জ্যোতীরত্নের প্রতিও প্রয়োজ্য শ্রীমান্ আমাদিগের দক্ষিণহস্তস্বরূপ এ কার্য্যে নানারূপে সাহায্য করিয়াছেন।
\begin{FlushRight}
ইতি –
নারায়ণস্মৃতিসমিতির সম্পাদকদ্বয়।
\end{FlushRight}